গত বছরের ২৯শে নভেম্বরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সের বেশিরভাগ সদস্য নিহত হবার পর প্রথম ম্যাচ খেলেছে দলটি।
শনিবার নিজেদের মাঠ অ্যারেনা কোন্ডায় ব্রাজিলের লিগ চ্যম্পিয়ান পালমেইরাসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামে তারা।
ওই বিমান দুর্ঘটনায় ১৯ খেলোয়াড় ও কর্মকর্তাসহ ৭১ জন মারা যাওয়ার পর ক্লাব শাপেকোয়েন্সে নতুন ২২ জন ফুটবলারের সাথে চুক্তি করে।
খেলা শুরুর আগেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া শাপেকোয়েন্সের তিন ফুটবলার নেটো, জ্যাকসন ফোলম্যান ও অ্যালান রুশেলের হাতে কোপা সুদামেরিকানার ট্রফিও তুলে দেয়া হয়। ওই বিমান দুর্ঘটনায় ছয়জন বেঁচে গিয়েছিলেন।
ম্যাচের ৭১ মিনিটের সময় বিরতি দিয়ে, দু'দলের খেলোয়াড় ও দর্শক দাড়িয়ে করতালি দিয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের সম্মান জানায়।
ম্যাচটি দেখতে মাঠে হাজির হন শাপেকোয়েন্সের প্রায় বিশ হাজার দর্শক। ২-২ গোলে ড্র হয় খেলাটি। শাপেকোয়েন্সের হয়ে গোল করেন ডগলাস গ্রোলি ও আমারাল।
No comments:
Post a Comment