যেকোনো সময় আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র পরীক্ষা চালানো হতে পারে।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশ না করার শর্তে এক মুখপাত্রের বরাত দিয়ে রবিবার এ খবর দিয়েছে।
প্রসঙ্গত, পিয়ংইয়ং আইসিবিএম পরীক্ষা চালানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ঘোষণা দেয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এ কথা জানানো হলো।
ওই মুখপাত্র বলেছেন, যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আইসিবিএম ছোঁড়া হতে পারে। উত্তর কোরিয়া সরকারের সর্বোচ্চ সদর দফতর এটি নির্ধারণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন বৈরী নীতির কারণেই পিয়ংইয়ং আইসিবিএম পরীক্ষার পথ বেছে নিতে বাধ্য হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়েছে, মার্কিন বৈরী নীতিই পিয়ংইয়ংকে আইসিবিএম তৈরি করতে বাধ্য করেছে।
No comments:
Post a Comment