লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর দখলের লড়াইয়ে সরকারি সেনা ও বিদ্রোহী মিলিয়ে অন্তত ৪০জন নিহত হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার একথা জানান।
সরকার অনুগত বাহিনী সোমবার জানিয়েছিল, তারা প্রায় তিন সপ্তাহের লড়াইয়ে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের হটিয়ে দিয়ে মোখাবন্দরটি দখল করে নিয়েছে। তবে তাদের সঙ্গে মোখার দক্ষিণ-পশ্চিম প্রান্তে লুকিয়ে থাকা বিদ্রোহীদের গুলি বিনিময় হয়েছে।
নগরীর দক্ষিণ ও পূর্ব প্রান্তে মঙ্গলবারও সংঘর্ষ অব্যাহত রয়েছে। এক সামরিক কর্মকর্তা বলেন, উল্লেখযোগ্য সংখ্রক প্রাণহানি সত্ত্বেও হুতি বিদ্রোহীরা এখনো মোখার কেন্দ্রস্থলে অবস্থান করছে। বিদ্রোহীরা সরকার অনুগত বাহিনীর অগ্রযাত্রা মন্থর করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সামরিক ও চিকিৎসা কর্মকর্তারা মঙ্গলবার জানান, বিগত ২৪ ঘণ্টায় ২৮ বিদ্রোহী ও ১২ সরকারি সৈন্য নিহত হয়েছে। এতে করে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ২০০ জনে দাঁড়াল।
এএফপি।
No comments:
Post a Comment