মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিদায় ভাষণ দেওয়ার জন্য শিকাগো যাচ্ছেন। আগামী মঙ্গলবার সেখানে তার এ ভাষণ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই নগরী ওবামার প্রেসিডেন্ট পরবর্তী জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ। এখানেই তিনি তার প্রেসিডেন্ট পরবর্তী জীবন কাটাবেন।
ওবামা উইন্ডি নগরীতে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। দরিদ্র কবলিত কৃষ্ণাঙ্গদের এই এলাকাটিতে তিনি প্রথমে একজন কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ শুরু করেন। এরপর রাজ্য পার্লামেন্টের সদস্য হন। পরবর্তীতে তিনি ইলিনয় থেকে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর হন। কমিউনিটি অর্গানাইজার হিসেবেও তিনি দরিদ্র এলাকাগুলোতে কাজ করেন।
গত বৃহস্পতিবার সিবিএস এর শাখা চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে ওবামা বলেন, ‘সেখান কাজ করার সময় আমি মানুষের মাঝে হতাশাও দেখেছি আবার আশার আলোও দেখেছি। ’
১৯৯৫ সালে তার আত্মজীবনীতে ওবামা লেখেন ‘আমি আমার বাবার কাছ থেকে স্বপ্ন দেখতে শিখেছি।
No comments:
Post a Comment