যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস। শুক্রবার নেয়া শপথের আগে মার্কিন সিনেটে এক ভোটাভুটিতে ৯৮-১ ভোটে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি।
শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর মার্কিন সিনেটে প্রথমবারের মত কোন কর্ম সম্পাদিত হল। ম্যাটিসের শপথ নেয়ার আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শপথ নেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘গোয়েন্দাদের সঙ্গে মিলে আমরা হলাম দেশের রক্ষী ও অভিভাবক।’ তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হবে এটা নিশ্চিত করা যে আজ ও আগামীতে আমাদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত।’
ম্যাটিস বলেন, ‘এটা স্বীকৃত যে বন্ধু ছাড়া কোন দেশ সুরক্ষিত নয়। তাই আমরা মৈত্রী জোরদারে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কাজ করবো।’
ম্যাটিস ২০১৩ সালে নৌবাহিনী থেকে অবসর নেন। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অপর জেনারেল জন কেলি স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘ম্যাটিস ও কেলির মত দুই বীরকে আমার প্রশাসনে পেয়ে আমি গর্বিত।’ বাসস।
No comments:
Post a Comment