রাজধানীর মোহাম্মদপুরে পাসপোর্ট জালিয়াত চক্রের ভুয়া আইনজীবী মো. রবিউল হাসান প্রকাশ ওরফে রবিউল্লাহ (২৭) ও তার সহযোগী আবু বকর সিদ্দিককে (২০) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে রায়েরবাজার এলাকার একটি বাসা থেকে র্যাব-২ এর একটি দল জালিয়াত চক্রের ওই দুইজনকে আটক করে। অভিযানের সময় তাদের আটককৃতদের কাছ থেকে ১৬১টি জাল পাসপোর্ট, ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নামে করা ৮৭টি ভুয়া সিল, ৯০টি বহির্গমন কার্ড, মেডিকেল স্লিপ ২টি, স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট ২টি, ১৬টি জন্ম সনদ, সংশ্লিষ্ট কাগজপত্রসহ ৯৭টি অফিস ফাইল, ৭টি ২টাকা মূল্যের খালি স্ট্যাম্প, ১০ পাতা লিখিত স্ট্যাম্প, এসএসসি সার্টিফিকেটের ১০ কপি মূল নমুনা, ২টি ল্যাপটপ ও পাসপোর্ট তৈরির ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। |
Friday, January 20, 2017
পাসপোর্ট জালিয়াতি চক্রের ২ সদস্য আটক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment