জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফের বেধে দেয়া সময়ে পদত্যাগ করেননি দেশটির প্রেসিডেন্ট ও দলটির সদ্য ক্ষমতাচ্যুত নেতা রবার্ট মুগাবে। সোমবার তার পদত্যাগের বেধে দেয়া সময়সীমা পার হওয়ার পরে দলটি এখন রবার্ট মুগাবের অভিশংসনের চিন্তা করছে।
রবিবার মুগাবে টেলিভিশনে দেয়া ভাষণেও বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে থেকে যাওয়ার পরিকল্পনা করছেন। জানু-পিএফ বলেছেন, তারা অভিশংসন সমর্থন করছেন এবং এই প্রক্রিয়া মঙ্গলবারের মধ্যেই শুরু হতে পারে। জিম্বাবুয়ের স্বাধীনতার নেতা রবার্ট মুগাবের ক্ষমতা বেশ কমে গেছে মঙ্গলবার সেনাবাহিনী হস্তক্ষেপ করার পরে।
দুই সপ্তাহ আগে মুগাবে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাওয়াকে বরখাস্ত করেন। সেনাবাহিনী এই পদক্ষেপকে মুগাবের স্ত্রী গ্রেস মুগাবেকে তার উত্তরসুরি হিসেবে সংহত করার পদক্ষেপ হিসেবে দেখে রাগান্বিত হয়ে হস্তক্ষেপ করে। এরপরে জিম্বাবুয়ের রাস্তায় হাজার হাজার মানুষ মুগাবের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। এই বিক্ষোভে ১৯৮০ সালে জিম্বাবুয়ের স্বাধীনতা যুদ্ধের প্রভাবশালী যোদ্ধারা সমর্থন যুগিয়েছেন।
সেই বিক্ষোভকারীদের নেতা ক্রিস মুটসভাংওয়া মুগাবের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান করেছেন। তিনি বলেন, মুগাবে তোমার রাজত্বের দিন শেষ। রাজার শরীরে আর কোনো পোশাক নেই, অনেক অনেক ধন্যবাদ। বিবিসি।
No comments:
Post a Comment