ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে গ্রেমিও। বুধবার রাতে কোপা লিবার্তেদোরসের ফাইনালের দ্বিতীয় লেগে আর্জেন্টাইন ক্লাব লেনাসকে ২-১ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেয় ব্রাজিলিয়ান ক্লাবটি।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। রিয়াল মাদ্রিদ, অকল্যান্ড সিটি, আল জাজিরা, উরাওয়া রেডস. পাচুকা ও ওয়াইদাদ ক্লাসাব্লাঙ্কার মতো ক্লাবগুলো শিরোপার জন্য লড়বে।
ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রো-ভিত্তিক ক্লাব গ্রেমিও প্রথম লেগে ১-০ গোলে জয় পায়। বুধবার রাতে ফিরতি পর্বের ম্যাচে আর্জেন্টিনার মাঠে ২-১ গোলে জয় পাওয়ায় ৩-১ গোলের অগ্রগামিতায় ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেয় গ্রেমিও।
মেক্সিকান ক্লাব পাচুয়া এবং মরক্কোর ওয়াইদাদ অ্যাথলেটিকের মধ্যকার লড়াইয়ে জয় পাওয়া দলের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হবে গ্রেমিও। সেখানে জিততে পারলে ফাইনালে রিয়াল মাদ্রিদকে পেতে পারে ব্রাজিলিয়ান ক্লাবটি। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতায় রিয়াল সরাসরি সেমিফাইনালে খেলবে।
এর আগে দুবার ব্রাজিলিয়ান ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। করিন্থিনিয়াস ২০০০ এবং ২০১২ সালে ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা জয় করে। অন্যদিকে সাও পাওলো ২০০৫ এবং ২০০৬ সালে ব্যাক-টু-ব্যাক শিরোপা ঘরে তোলে। গত মৌসুমে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment