মদ্যপ স্বামীর চিকিৎসার খরচ জোগাতে নিজের দুধের শিশুকে বিক্রি করে দিলেন মা। বৃহস্পতিবার সেই শিশুকে হাসান জেলা থেকে উদ্ধার করল প্রশাসন।
সূত্রে জানা গেছে, মদ্যপ স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাঁর চিকিৎসা করছিলেন জ্যোতি নামের এক নারী। হাসপাতালের বিল মেটানোর জন্য এক অবসরপ্রাপ্ত নার্সকে মাত্র ২১ হাজার টাকায় নিজের তিন মাসের শিশুকে বিক্রি করে দেন জ্যোতি। নার্স সেই শিশুকে এক সন্তানহীন দম্পতির কাছে বিক্রি করেন।
এক অজ্ঞাত পরিচয় চিঠির মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসে। শিশু সুরক্ষা সেল, শিশু কল্যাণ কমিটি এবং শিশু ও নারী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বেলুড় শহর থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা পদ্মা এই ঘটনায় জড়িত সকলের নামে অভিযোগ দায়ের করেন। শিশুটির মায়েরও খোঁজ করা হচ্ছে। শিশু সুরক্ষা সেলের চেয়ারপার্সন কোমালা জানান, শিশুটির মা জ্যোতি হাসান রেল স্টেশনের কাছে থাকেন।
চলতি বছরের সেপ্টেম্বরে তিনি তাঁর স্বামীর চিকিৎসার জন্য রংগোলিকুণ্ডি এলাকার এক অবসরপ্রাপ্ত নার্সকে তাঁর সদ্যোজাত পুত্রসন্তানকে বিক্রি করে দেন।
ওই নার্স আবার জ্যোতির শিশুকে এক সন্তানহীন দম্পতিকে বিক্রি করে দেয়। শিশুটি উদ্ধারের পর কামধেনু শিশু সেন্টারে রাখা হয়েছে। সূত্র: ইন্টারনেট
No comments:
Post a Comment