আজকাল বছরের পর বছর সম্পর্ক থাকার পরও তা বিয়ের বন্ধনে রূপান্তরিত হতে পারে না। মূলত একজনের আগ্রহের কমতি এই বিয়ের বন্ধন আর তৈরি করতে পারে না।
তবে অনেকসময় পারিবারিক সম্মতি না থাকলেও প্রেমের সম্পর্কের ইতি ঘটে। তবে আসলেই কি আপনার সঙ্গী আপনাকে বিয়ে করতে চায়? এই প্রশ্নের উত্তর জানতে পড়ে নিন আমাদের এই প্রতিবেদন-
১। আপনার যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে ঠিক তখনি সে আপনার আশেপাশে থাকে না। সে কখনও আপনাকে মানসিকভাবে সাপোর্ট দেয় না। তখন আপনার অন্য মানুষের সান্নিধ্যে যেতে হয়। যদি আপনাদের মাঝে এরকম টা চলতে থাকে তাহলে বুঝে নিন, সে সারাজীবনের জন্য আপনার নিকট আসে নি।
২। আপনি যখনি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান, তখন সে একটুও আগ্রহ দেখায় না। আপনি যখনি ভবিষ্যতের ব্যাপারে কথা বলতে যান, সে কথা ঘুড়িয়ে ফেলে, যদি এমনটা হয়, তাহলে এখনি তার সঙ্গ ত্যাগ করুন। কারণ তার বিয়ের ব্যাপারে কোন ইচ্ছা বা পরিকল্পনা নেই।
৩। সে কখনও আপনাকে তার পরিবারের সাথে সাক্ষাৎ করায়নি। আপনার পুরো পরিবার তার ব্যাপারে জানা সত্ত্বেও আপনি তার পরিবারের কাউকে চিনেন বা জানেন না। সে যদি তার বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনের সাথে আপনাকে কোনভাবেই দেখা না করান, তাহলে অশনি সংকেত বুঝে নিন।
৪। আসলে জীবনে দায়িত্বের কোন বয়স নেই। কিন্তু সে যদি সম্পর্কের কয়েক বছর পর এসেও, ‘আমার বয়স হয়নি’ টাইপের কথাবার্তা বলে তাহলে বুঝে নিন, তার বয়স কখনও হবে না আপনাকে বিয়ে করার।
৫। সে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে পছন্দ করে না। তার সে ব্যাপারে কোন প্রকার ইন্টারেস্ট ও নেই। আপনাকে কখনও কোন প্রকার সাপোর্ট দিতেও প্রস্তুত নয় তিনি। তাহলে সে আসলে আপনার জীবন সাথী হতে আসেনি।
৬। সে আপনাকে ‘ভালবাসি’ কথাটা বলতেও কার্পণ্যবোধ করে। তাহলে বুঝে নিন, সে এখনি আপনাকে দূরে যাবার সংকেত দিচ্ছে।
৭। সে আপনাকে বিছানায় পেতে চায়। আর এজন্য সর্বোচ্চ চেষ্টা করেন ও। সে আসলে আপনার কাছে শুধু এই একটি কারণেই ভিড়েছে। তাহলে তাকে সাফ জানিয়ে দেন, বিয়ের আগে এসব নয়। এতে দেখবেন সে সম্পর্ক ভেঙ্গে চলে যেতেও কুণ্ঠাবোধ করবে না।
-সূত্রঃ টাইম্স অফ ইন্ডিয়া।
No comments:
Post a Comment