Tuesday, November 28, 2017
ঘরেই তৈরি করুন ইরানি বিরিয়ানি
বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। তবে এবার বিরিয়ানির স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন ইরানি বিরিয়ানি।
যেকোনো সময় ঘরেই প্রিয়জনদের তৈরি করে খাওয়াতে পারেন মজাদার ইরানি বিরিয়ানি।
তাহলে জেনে নিন সুস্বাদু ইরানি বিরিয়ানি তৈরির সহজ রেসিপি।
উপকরণ : খাসির মাংস ১ কেজি, বাসমতী চাল আধা কেজি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, পেস্তাবাদাম কুচি সিকি কাপ, জাফরান সামান্য, দুধ ১ কাপ, লবণ দেড় চা চামচ, মাখন সিকি কাপ, পেঁপে বাটা সামান্য।
প্রণালী : প্রথমে একটি পাত্রে চাল ধুয়ে আধাসিদ্ধ করে নিন। এবার খাসির মাংসের সঙ্গে গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, পেঁপে বাটা, গরম মসলা পাউডার মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে ৫ থেকে ৬ ঘণ্টা রেখে দিন।
এরপর হাঁড়িতে মাখন দিয়ে মাংস বিছিয়ে তাতে আধাসিদ্ধ চাল দিয়ে ঢেকে রান্না করুন। এবার দুধের সঙ্গে জাফরান মিশিয়ে এর মধ্যে ঢেলে দিন।
অল্প আঁচে দমে রাখুন পৌনে এক ঘণ্টা। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ইরানি বিরিয়ানি।
Labels:
লাইফস্টাইল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment