Social Icons

Friday, November 24, 2017

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট সোরনবাই জিনভিকভের দায়িত্ব গ্রহণ

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে সোরনবাই জিনভিকভ আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন।
জিনভিকভ (৫৯), বিদায়ী প্রেসিডেন্ট আলমাজবেক আতামবাবেক এর ঘনিষ্ট সহযোগী। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকালে দেশের একতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি। খবর এএফপি’র।
ক্ষমতা গ্রহনের সময়টিকে স্মরনীয় করে রাখতে সামরিক বাহিনী বিশাল শব্দে ৬০ লাখ লোকের মুসলিম অধ্যুষিত দেশটির রাজধানী বিসকেকে কামান দাগানো হয়।
সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশটির দু’জন প্রেসিডেন্ট ইতিপূর্বে ২০০৫ ও ২০১০ সালে বিদ্রোহের নোষানলে পড়ে ক্ষমতা হারান।
২০১০ সালে বিদ্রোহের সময় দেশটিতে জাতিগত সহিংসতায় কয়েকশ’ লোক নিহত হয়।
স্বাধীনতার পর প্রথম প্রতিযোগিতামূলক সাধারণ নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জিনভিকভ প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী ওমরবাক বাবনভ মোট ভোটের মাত্র এক তৃতীয়াং ভোট পান।
কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বঙ্গবন্ধূ সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরের ফাইনালে কিরগিজস্তানকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
২৫-২২ পয়েন্টে প্রথম সেট জিতে নেয় বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ দ্বিতীয় সেট জেতে ২৫-২৩ পয়েন্টে। তৃতীয় সেটে বাংলাদেশ যখন ৭-৬ পয়েন্টে এগিয়ে তখনই ইনজুরিতে পড়েন কিরজিগস্তানের খেলোয়াড় তকতয়েভ।
তিনি আর মাঠে নামতে না পারায় খেলোয়াড় সংকট দেখা দেয় কিরগিজ শিবিরে। কেননা আগের দিন ইনজুরিতে পড়েন দলের আরো দুইজন খেলোয়াড়। আটজন খেলোয়াড় নিয়ে বাংলাদেশে আসা কিরগিজদের ফিট খেলোয়াড়ের সংখ্যা নামে পাঁচে।
ভলিবল আইনে পাঁচজন খেলোয়াড় নিয়ে ম্যাচ খেলার নিয়ম না থাকায় তৃতীয় সেটে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates