ব্রিটেনের শ্রমবাজারে দক্ষ এবং অদক্ষ শ্রমিকের চাহিদা বাড়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছেন শ্রমবাজার বিশেষজ্ঞরা। তাদের মতে, বেক্সিট পরবর্তী ইউরোপ এবং ব্রিটেনের পারস্পরিক সম্পর্ক এই সম্ভাবনার ভীত তৈরি করেছে। এটা ব্রিটেনের ব্যবসায়ীদের জন্য যেমন দুঃসংবাদ, ঠিক উল্টোভাবে সুসংবাদ বিশ্বব্যাপী দক্ষ শ্রমিক জনগোষ্ঠীর জন্য। যদিও ব্রিটেন ইউরোপের একক বাজারে মুক্ত বাণিজ্যের সুযোগের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে । তবে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা জানিয়ে দিয়েছেন, তাদের জনগণের ব্রিটেনে অবাধ প্রবেশের অধিকারের ওপর নির্ভর করবে ব্রিটেনকে একক বাজারে মুক্ত বাণিজ্যের সুযোগ দেওয়া হবে কী হবে না। যদিও ইউরোপীয় নেতাদের এই শর্ত ইউরোপের ব্যবসায়ীদের জন্য হিতে বিপরিত হিসেবে দেখা দিচ্ছে। কারণ ইউরোপীয় ব্যবসায়ীদের কাছে ব্রিটেন একটি লাভজনক বাজার। ব্যবসায়ীদের সিদ্ধান্ত যা-ই হোক না কেন, ব্রিটেনের শ্রমবাজারে ইউরোপীয় শ্রমিকের প্রবেশের উপর এক ধরণের নেতিবাচক প্রভাব পড়ছে। এই নেতিবাচক প্রভাবের কারণে ইউরোপের বাইরের দক্ষ শ্রমিকরা ব্রিটেনের বাজারে প্রবেশের সুযোগ পেতেই পারে। একেত্রে শুধু কি দক্ষ শ্রমিকরাই প্রবেশাধিকার পাবে, নাকি অদক্ষ শ্রমিকরাও এই সুযোগের অধিকারী হবেন ব্রিটেনের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করছে তার সবকিছু। তবে অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য ব্রিটিশরা অতীতে ভিন্ন ভিন্ন নামে অনেক কিছু করেছে। আবার অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার পরে ঐসব প্রকল্প আস্তাকুড়ে ছুড়ে ফেলে দিয়েছে।
এর ফলে ব্রিটেনে যারা উন্নয়নশীল দেশ থেকে গিয়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিল তাদের সবাইকে নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে । তবে দক্ষ শ্রমিকরা সব সময়ই সমাদৃত। এজন্য সম্ভাব্য অভিবাসী শ্রমিক হিসেবে যারা ব্রিটেনকে পছন্দ করেন তাদের এখন থেকেই নিজেদের তৈরি করা উচিত। আর এর জন্য যে বিষয়গুলোর দিকে নজর রাখা উচিত তা হলো প্রথমেই ব্রিটেনের শ্রমবাজারে শ্রমিক স্বল্পতার ক্ষেত্রগুলোর খোঁজ রাখা। যেমন চিকিৎসা, স্বাস্থ্যসেবা, সিভিল ইঞ্জনিয়ারিং, সফটওয়্যার এন্ড হার্ডওয়ার ইঞ্জিনারিং, সোশ্যাল ওয়ার্ক সেক্টরগুলো অন্যতম। এছাড়াও ব্রিটেনের ‘কারী শিল্প’ অনেকদিন ধরেই কারী সেফ স্বল্পতার কারণে নিঃশেষ হওয়ার পথে। কনজারভেটিভ নেতৃত্ব ব্রিটিশ সরকারের নেতিবাচক ইমিগ্রেশন পলিসির ভুক্তভোগী। এই শিল্পের মালিকরা দাবি করে আসছেন সেফ কোটায় ইউরোপের বাইরের দেশ থেকে জনশক্তি আমদানির জন্য। হয়তো অচিরেই এই দাবি অনেকটা গুরুত্ব পাবে। সে ক্ষেত্রে কারী সেফ হিসেবে কাজের সুযোগ তৈরি হবে ব্রিটেনে।এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং শিক্ষানবিশ কাজের অভিজ্ঞতা অর্জনের সনদ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে। আর ইংরেজি জানতে হবে সবার আগে।আইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এর একটি টেস্টিং সিস্টেম যা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য। এখানে যারা খুব ভালো স্কোর করতে পারবে তারা বেশি প্রাধান্য পাবে। সর্বোপরি যুক্তরাজ্যের সংস্কৃতির সাথে নিজেকে পরিচিত করতে পারলে ব্রিটেনে সম্ভাব্য সম্ভাবনা ধরা দিতে পারে । সেজন্য বেক্সিটের ফলে আগামী দিনে ইউরোপের বাইরের দেশগুলো থেকে দক্ষ শ্রমিকদের জন্য এক অপার সম্ভাবনা তৈরি হতে পারে
No comments:
Post a Comment