তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে লিবিয়ার নিরাপত্তা বাহিনী। বোমা ও আত্মঘাতী হামলায় জড়িত থাকার দায়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল ডিটারেন্স ফোর্সের এক বিবৃতিতে বলা হয়, গাড়িবোমা হামলার প্রস্তুতি ও আত্মঘাতী হামলাকারীদের পাঠানোর পর এসব জঙ্গিরা বিভিন্ন নিরাপত্তা স্থাপনা এবং সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করছিল।
বিবৃতিতে আরো বলা হয়, ত্রিপোলি ও মিসুরাতে সন্ত্রাসী হামলা চালাতে আইএস নেতারা তাদেরকে মরুভূমি এলাকায় প্রশিক্ষণ দেয়। এতে বলা হয়, গ্রেফতার হওয়া এসব জঙ্গি লিবিয়ার বিভিন্ন নগরীতে আত্মঘাতী বোমা হামলা চালানোর ক্ষেত্রে তাদের ভূমিকা পালনের কথা স্বীকার করেছে। সিনহুয়া।
No comments:
Post a Comment