Social Icons

Saturday, March 3, 2018

লিবিয়ার বেনগাজিতে আবারো অফিস খুলছে জাতিসংঘ

ইউএন সাপোর্ট মিশন ইন লিবিয়া (ইউএনএসএমআইএল) এর প্রধান গাসান সালামি লিবিয়ার পূর্বাঞ্চলীয় নগরী বেনগাজিতে আন্তর্জাতিক সংস্থাটির অফিস পুনরায় খোলার ঘোষণা দিয়েছেন। কয়েক বছর বন্ধ থাকার পর অফিসটি আবার খোলা হচ্ছে। 
 
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। বেনগাজিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় ৬০টির বেশি উপজাতীয় নেতা ও গোষ্ঠী প্রধানদের সঙ্গে বৈঠককালে শুক্রবার তিনি এ ঘোষণা দেন। 
 
সালামি বলেন, ‘আমরা বেনগাজিতে জাতিসংঘের অফিসটি পুনরায় খোলার প্রস্তুতি নিয়েছি এবং আমি লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা বারকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছি।’
 
তিনি আরো বলেন, লিবিয়ার ইতিহাস সৃষ্টিতে বারকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি একটি বৈষম্যহীন সমাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘জাতিসংঘ বৈষম্যের পক্ষে থাকতে পারে না।’
 
গোষ্ঠী প্রধান ও নেতারা এ সময় সম্পদের সুষম বন্টন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাংবিধানিক কাঠামোতে তাদের মূল্যবোধের স্থান দেয়ার আহ্বান জানান। 
 
সালামি অঞ্চলটির পূর্নর্গঠন, মাইন অপসারণ ও বাস্তুচ্যূত মানুষকে সহায়তার পাশপাশি আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে সহায়তার ব্যাপারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্যে বৃহস্পতিবার থেকে লিবিয়ায় অবস্থান করছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates