Social Icons

Thursday, March 8, 2018

দাউদ ইব্রাহিমের 'ডান হাত' গ্রেফতার


ভারতের মুম্বাই বিস্ফোরণ মামলার ২৫ বছর পর বড়সড় সাফল্য পেয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা সিবিআই। ১৯৯৩ সালের ওই হামলার মূল সন্দেহভাজন ছিল দাউদ ইব্রাহিমের একনিষ্ঠ সহযোগিত ফারুক। ফরুককে দাউদ ইব্রাহিমের ডান হাত বলা হয়। বৃহস্পতিবার সকালে ফারুককে দুবাই থেকে মুম্বাই আনা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
১৯৯৩ সালের ১২ মার্চ দুপুরে পর পর ১৩টি বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুম্বাই। ওই হামলায় নিহত হয়েছিলেন ২৫৭ জন। আহত হন ৭০০'র বেশি মানুষ। ওই হামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন ইয়াসিন মনসুর মুহাম্মদ ফারুক ওরফে ফারুক। ঘটনার পর থেকেই পলাতক ছিল ফারুক। ১৯৯৫ সালে তার বিরুদ্ধে রেড এলার্ট জারি করে ইন্টারপোল।
সিবিআইয়ের দাবি, মুম্বাই বিস্ফোরণের অন্য অভিযুক্তদের দুবাইয়ে নানাভাবে সাহায্য করেছিল ফারুক ও তার ভাই মুহাম্মদ আহমেদ মনসুর। এরপর ওই অভিযুক্তদের পাকিস্তানে অস্ত্র প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল। মনসুরকে সিবিআই গ্রেফতার করলেও অধরা ছিল ফারুক। পরে অবশ্য উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় মনসুর।
সিবিআইয়ের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ৫৭ বছরের ফারুককে মুম্বাইতে আনা হয়। বিমানবন্দর থেকেই তাকে সিবিআই অফিসে নিয়ে যান তদন্তকারীরা। সেখানে ফারুককে জেরা করা হচ্ছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates