মধ্যপ্রাচ্যের ইরানের উপস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কোনো আলোচনা বা আপস হবে না বলে জানিয়েছেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর করে যাওয়ার পরদিনই এমন মন্তব্য করলেন খামেনি। খবর আরব নিউজের।
গত সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেনভেস লে ড্রাইয়েন ইরানে যান। সেখানে ছয় জাতিগোষ্ঠী নিয়ে ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্টের প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ওই চুক্তি হলেও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ওই চুক্তি বাতিল করতে যাচ্ছে।
খামেনি বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে সমঝোতা চায়। কিন্তু আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার মধ্যপ্রাচ্যে কেন? খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, ইরান এ বিষয়ে কোনো পশ্চিমা দেশের সঙ্গে আলোচনা বা আপস করবে না। বরং মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে ইরান আলোচনা করবে।


No comments:
Post a Comment