Social Icons

Monday, March 12, 2018

কিউবায় জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

কিউবায় রবিবার নতুন জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৬০ বছরেরও বেশি সময় পর কাস্ত্রো পরিবারের বাইরে থেকে নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাওয়ায় একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ নতুন জাতীয় পরিষদ ৮৬ বছর বয়স্ক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর উত্তরসূরি নির্বাচিত করবেন। আগামী মাসে রাউল কাস্ত্রো প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
রাউল ২০০৬ সালে বড় ভাই ও কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। কিউবায় ১৯৫৯ সালের বিপ্লব শেষে ক্ষমতা গ্রহণের পর থেকে ফিদেল সুদীর্ঘ সময় কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যান। এই নির্বাচনে ৮০ লাখ কিউবান তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জাতীয় পরিষদের ৬০৫টি আসনের জন্য সমসংখ্যক প্রার্থী নির্বাচিত হবেন। উল্লেখ করার মতো বিষয়, প্রার্থীদের মধ্যে ৩২২ জনই নারী। যা মোট প্রার্থী সংখ্যার অর্ধেকেরও বেশি। 
 
ডে-কেয়ার সেন্টারের অভিভাবক রোমান পেরেজ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ আমরা ভোট দিয়ে নতুন লোকদের নির্বাচিত করতে যাচ্ছি। এরা সরকার পরিচালনা করবেন।’ ২০১৬ সালে ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পর কিউবায় এই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের মধ্যদিয়ে কিউবার শীর্ষ পদগুলোতে বড় ধরনের পরিবর্তন সূচিত হবে। দেশটির নতুন জাতীয় পরিষদ ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিল অব স্টেট গঠন করবে। স্বাভাবিক নিয়মে কাউন্সিল অব স্টেট প্রধান হবেন দেশটির প্রেসিডেন্ট। এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates