মালয়েশিয়া কর্মরত ও নতুন করে জিটুজি প্লাস প্রকল্পে নিয়োগকৃত্ব সকল বাংলাদেশি কর্মীকে কর্মস্থল থেকে পালিয়ে না যাওয়ার জন্য অহ্বান করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ৷
কোন সমস্যার মুখোমুখি হলে, না পালালে সমস্যার সুষ্ঠু সমাধান করা যাবে বলে জানিয়েছে দুতাবাস কর্তৃপক্ষ ৷
রবিবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন-এর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করা হয়েছে যা পাঠাকদের জন্য কোন প্রকার পরিবর্তন ছাড়াই তুলে ধরা হলো-
পাসপোর্ট ও ভিসার মেয়াদ থাকা সত্বেও কারো প্ররোচনায় কোম্পানি থেকে পালিয়ে যাচ্ছেন, পাসপোর্ট ফেলে দিচ্ছেন এবং কিছুদিন পর যখন দেখছেন বৈধভাবে থাকা যাচ্ছে না তখন হাইকমিশনে এসে বলছেন, ‘ টিপি দেন দেশে যাব’। মনে রাখবেন এভাবে আপনার সর্বনাশ হয়েছে। এটি খুব খারাপ ও বিপদজনক। জিটুজি প্লাস কর্মীদের প্রতি অনুরোধ –
১। দয়াকরে আপনার এমপ্লয়মেন্ট চুক্তি মেনে চলুন।
২। যেকোন সমস্যা (মালয়েশিয়ায় বা বাংলাদেশে) হলে বা আপনি কোম্পানিতে না থাকতে চাইলে হাইকমিশনকে জানান এবং কোম্পানিতেই অবস্থান করুন, আমরা ব্যবস্থা নিবো। কারণ আপনার এমপ্লয়মেন্ট চুক্তিতে আপনার অনেক অধিকার আছে, তারমধ্যে একটি হচ্ছে, কোম্পানি ছেড়ে দেওয়ার অধিকার। তাই কোনভাবেই কোম্পানি থেকে পালাবেন না।
৩। পাসপোর্ট এর মেয়াদ থাকলে কোন বৈধ কর্মীর দেশে যাবার জন্য টিপির প্রয়োজন নাই। কারণ ঐ পাসপোর্ট দিয়েই দেশে যাওয়া যাবে।
৪। হাইকমিশনে যোগাযোগ : +60124313150; 0122941617 & 0122903252 ফোন করে বা মেসেজ দিয়ে জানান। যতই প্রলোভন দেখাক অনুগ্রহ করে কোম্পানি থেকে পালিয়ে যাবেন না। আমাদের জানান আমরা ব্যবস্থা নিবো। ধন্যবাদ!


No comments:
Post a Comment