ইতালিতে শাহজাহান বেপারী (৪০) ও আব্দুর রহিম (২৫) নামের দুজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রবিবার ৪ মার্চ সকাল ১১ টায় নিজ বাসায় মারা যান শাহজাহান বেপারী এবং শনিবার ৩ মার্চ রাতে আব্দুর রহিমও নিজ বাসায় মারা যান।
শাজাহান বেপারীর দেশের বাড়ি মাদারীপুর সদর থানা দুধখালী ইউনিয়নের বলাইরচর গ্রামে। তার পিতার নাম (মৃত) আ. মজিদ বেপারী। শাজাহান ইতালির সারদেনীয়া শহরে বসবাস করতেন। তার স্ত্রী ও ৮ মাসের এক কন্যা শিশু রয়েছে।
শাজাহানের অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
অন্যদিকে, ইতালিতে আব্দুর রহিম ওরফে ইসান (২৫) নামের আরও এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।তিনি দেশটির ভেনিস শহরে বসবাস করতেন। শনিবার নিজ বাসায় দিবাগত রাত ২ টার সময় তার মৃত্যু হয়। এসময় ইসানের সাথে বসবাসকারী তুহিন নামের আরেক বাংলাদেশিকেও ঐ বাসা থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তারা দুজন একই সাথে বসবাস করতেন। স্থানীয় সুত্র জানায়, নিহত ইসানের দেশেরবাড়ি শরীয়তপুরের কেদারপুর উপজেলায়। তিনি গত সপ্তাহে বাংলাদেশ থেকে ইতালিতে এসেছেন। তিনি ভেনিসের ভিয়া কাপুচিনায় টিকেট সার্ভিস ও মানি এক্সচেঞ্জের ব্যবসা করতেন।
পুলিশ ঘটনার তদন্ত করছে। সূত্র জানায়, আব্দুর রহিম গত সপ্তাহে দেশ থেকে ইতালি আসেন। এরপর তার হঠাৎ মৃত্যু হয়। রহিমের অকাল মৃত্যুতে ভেনিস প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


No comments:
Post a Comment