অবশেষে গুঞ্জনটাই সত্য হলো। বড় মঞ্চে আরো একবার দর্শক হতে যাচ্ছেন নেইমার। জানা গেছে, সার্জনের ছুরির নিচে যেতেই হচ্ছে চোট পাওয়া নেইমারকে। এ কারণে ৭ মার্চ রিয়াল মাদিদ্রের বিপক্ষে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে তো বটেই, আরো ছয়-আট সপ্তাহ বাইরে থাকতে হতে পারে বিশ্বের সবচেয়ে দামি এ খেলোয়াড়কে। এমনকি অনেকে নেইমারের বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে। চোট পাওয়ার পর প্রথম দিকে অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করার কথা বলা হলেও পরে পিএসজির পক্ষ থেকেও জানানো হয়, রিয়ালের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। পাশাপাশি সে সময় নেইমারের সার্জারির বিষয়টিও নিশ্চিত করা হয়।
তবে নেইমারের এ অপারেশন প্যারিসে হচ্ছে না। সেটি সম্পন্ন হবে ব্রাজিলের বেলো হরিজন্তের মাতের ডি হাসপাতালে; যেখানে তার অপারেশনের দায়িত্বে থাকবেন ব্রাজিল জাতীয় দলের সার্জন রড্রিগো লাসমার।
অবশ্য নেইমারের অপারেশনের সম্ভাব্য তারিখ নিয়েও আছে সংশয়। কারো কারো মতে, বৃহস্পতিবার (গতকাল) আবার কেউ কেউ বলছে, এ অপারেশন হতে পারে আগামী রোববার।
জানা গেছে, নেইমার, তার বাবা ও সার্জন লাসমার এরই মধ্যে ব্রাজিলের উদ্দেশে প্যারিস ছেড়ে গেছেন।
এর আগে গত রোববার মার্শেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ৭৭ মিনিটে বল দখল করতে গিয়ে পায়ে আঘাত পান নেইমার। পরে জানা যায়, নেইমারের আঘাত বেশ গুরুতর। তার পায়ের গোড়ালি মটকে গেছে। পাশাপাশি ভেঙে গেছে পঞ্চম মেটাটারসালও। সে সময় প্রথম দিকে তার অপারেশনের কথা অস্বীকার করলেও পরে পিএসজির পক্ষ থেকে জানানো হয়, নেইমারকে সার্জনের ছুরির নিচে যেতে হবে।
তার আগে অবশ্য নেইমারের বাবাও জানান, তার ছেলেকে ছয়-আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। সে সময় তিনি বলেন, ‘পিএসজি জানে, আগামী ছয়-আট সপ্তাহ পর্যন্ত নেইমারকে মাঠে ভাবার কোনো সুযোগ নেই। এখানে দ্বিতীয় কোনো পথও খোলা নেই।’
এদিকে চোটাক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নেইমার। সেখানে নেইমার লেখেন, ‘বাধা কখনো আপনাকে আটকে রাখতে পারে না। যদি আপনি একটা দেয়াল দেখতে পান, তবে হাল ছেড়ে না দিয়ে সেটি উতরানোর কোনো উপায় খুঁজে বের করুন।’ এএফপি ও মার্কা


No comments:
Post a Comment