ব্রাজিলের রিও নগরীর বামপন্থী এক তরুণ কাউন্সিলর বুধবার বন্দুক হামলায় নিহত হয়েছেন। বস্তিতে বেড়ে ওঠা এই কাউন্সিলর মানবাধিকার নিয়ে কাজ করতেন। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর তাসের।
এ হামলায় ব্রাজিলের বিক্ষুব্ধ রাজনীতিবিদ ও সাধারণ নাগরিকরা বৃহস্পতিবার বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছেন। হামলায় কাউন্সিলর মারিলি ফ্রাঙ্কো’র গাড়ি চালকও নিহত হয়েছেন। কৃষ্ণাঙ্গ নারীদের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় তারা এ হামলার শিকার হন। এতে তার এক সহকারী আহত হয়েছেন।
ফেডারেল সরকার এ হামলার তদন্তের কাজ শুরু করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিও’র সিটি হলের কাছে এবং আরো অনেক স্থানে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। তাস।
No comments:
Post a Comment