বলিভিয়ার একটি কারাগারে বুধবার ভোরে পুলিশের তল্লাশি অভিযানকালে ছয় বন্দি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জোসে লুইস কুইরোগা বলেন, পালমাসোলা কারাগারে ‘যেসব বন্দি পুলিশের তল্লাশি অভিযান প্রতিহত করতে গেছে, তারাই মারা গেছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশ জানায়, এই অভিযানে ছয় পুলিশ ও ১৮ বন্দি আহত হয়েছে। পুলিশ সদস্যরা কারাগারে মাদক ও অস্ত্রের সন্ধানে তল্লাশি চালাতে গেলে এ সংঘর্ষ ঘটে। ভোরের আগে প্রায় দুই হাজার ৩শ’ পুলিশ সদস্য এ অভিযান চালায়। কুইরোগা আরো বলেন, কারা স্বেচ্ছাসেবীদের স্ত্রী ও শিশুরাও সেখানে তাদের আত্মীয়দের সঙ্গে থাকেন। অভিযান শুরুর আগে তাদের বের হওয়ার সুযোগ দেয়া হয়।
জাতীয় পুলিশ প্রধান আলফোন্সো মেন্দোজা বলেন, ‘কারাগারটি অ্যালকোহল, মাদক, মারিজুয়ানা, কোকেনের বিক্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। সেগুলো উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে।’ তিনি আরো বলেন, ‘পালমাসোলা কারাগারে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। যদিও পুলিশ সেখানে মানুষ ও পণ্য প্রবেশের সময় তল্লাশি করে।’
পুলিশের বরাত দিয়ে লা রাজোন পত্রিকা জানিয়েছে, তারা এই অভিযানে ৮৫টি ছুরি, নয়টি আগ্নেয়াস্ত্র, চারটি গ্রেনেড ও ১৮৮টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। কুইরোগা কারাগারে বন্দি বিদ্রোহ ছড়িয়ে পড়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, অভিযানকালে কয়েকজন বন্দি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এএফপি।
No comments:
Post a Comment