সৌদি আরবের প্রবাসীদের নিয়ে বিভিন্ন নীতিমালা পরিবর্তনের কারণে প্রবাসী বাংলাদেশীরা এখন সেই দেশ ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন । ব্রাজিলের অভিবাসন নীতিমালা শিথিল হওয়ায় সৌদি প্রবাসী বাংলাদেশীদের প্রথম পছন্দ ব্রাজিল । সৌদি আরবে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু শ্রমিক। এদের মধ্যে সবচেয়ে করুণ দশা বাংলাদেশীদের। অনেক বাংলাদেশী না খেয়ে কিংবা একবেলা খেয়ে দিন কাটাচ্ছে । বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশই কাজ করে সৌদি আরবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত পড়তে থাকায় সৌদিতে বহু কোম্পানিতে কাজ বন্ধ হতে শুরু করেছে গত বছর থেকেই। সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা নির্মাণ খাতের। অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের হঠাৎ করেই ছাঁটাই করা হয়েছে। অনেকে মাসের পর মাসে বেতন পাচ্ছেন না। এমতা অবস্থায় সৌদি ছাড়ার সিদ্ধান্ত প্রবাসীদের ।দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন এইসব প্রবাসী বাংলাদেশিরা ।
Thursday, March 15, 2018
ব্রাজিল মুখী সৌদি প্রবাসী বাংলাদেশীরা ।
কাজের অভাবে সৌদি ছাড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে তাদের গন্তব্য বাংলাদেশ নয় । তারা দেশে ফিরে না গিয়ে চেষ্টা করছেন অন্য কোনো দেশে পাড়ি জমাতে । অনেকেই সৌদি আরবের কিছু দালাল চক্রের সাথে কথা বলে ৮ থেকে ৯ লক্ষ টাকার চুক্তিতে ভিসা নিচ্ছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের । একটু ভালো থাকার আশায় , নিজের পরিবার পরিজনদের ভালো রাখার স্বপ্ন নিয়ে পাড়ি জমাচ্ছেন স্বপ্নের দেশ ব্রাজিলে । ভাগ্য কতটা বদলাবে সেটা বলে দিবে সময় । বর্তমানে ব্রাজিলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা অনেকেই ব্যবসা করে ভালো অবস্থানে আছেন ।আর যারা চাকুরী করছেন তারা খুব একটা বেশি ভালো নেই । তাইতো সবাই এখন চাকুরি ছেড়ে ফেইরা ( মেলা ) করছেন । ফেইরা করে মোটামুটি সবাই ভালো আছেন ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment