Thursday, March 22, 2018
প্রথম ডেটেই সঙ্গীর মন বোঝার কৌশল
ভালোবাসা হচ্ছে দুটি মনের আকুতি, মেলবন্ধন। হাতে হাত রেখে বহুদূর পথ চলার এক অলিখিত অঙ্গীকার। দীর্ঘ পথা চলার পরও অনেক সময় ভালোবাসায় ছেদ পড়ে। দীর্ঘ বিরতিতে একসময় তা বিচ্ছেদে রূপ নেয়। এর মূল কারণ সঙ্গীকে না বুঝা। তার মনোভাব না বুঝেই ঝুকের বসে প্রেমে পড়ে যাওয়া। কৈশোরের উন্মাদনায় অনেক সময় এমনটা হয়ে থাকে। যেখানে মোহ কাজ করে, প্রেম।
তাই প্রেমিক মনকে বুঝতে কিছুটা কৌশলী হওয়া লাগে। বিশেষ করে প্রথম ডেটেই সঙ্গীকে বাজিয়ে নিতে পারলে ভালোবাসায় ছেদ পড়ার ঝুকি কম থাকে। প্রথম দেখায় কিংবা প্রথম ডেটে সঙ্গীর সঙ্গে এমন কিছু বিষয় আলাপ করুণ যার মাধ্যমে তার মনোভাব বের করে আনা সম্ভব হবে। তার জবাবগুলো থেকেই আপনি তার মন বুঝতে পারবেন। সেজন্য একটু কৌশলী হতে হবে।
এজন্য কিছু প্রশ্ন প্রথম দিনেই করে ফেলা উচিত। তার আগে একটু সাধারণ প্রশ্ন সেরে নেওয়া দরকার। যেমন- `কেমন আছো?`, `হবি কী?` ইত্যাদি। তারপর আসতে হবে আসল প্রশ্নে।
সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত কী : এই প্রশ্নের উত্তর থেকে সবচেয়ে ভালো বোঝা যায় কীভাবে সে পরিস্থিতি সামলায়। পরিস্থিতি সামলানোর জন্য তার অস্ত্র সেন্স অফ হিউমার নাকি সাহস? সে কি মেজাজ হারায়? তাহলে তার মন সম্পর্কে অনেকটাই আন্দাজ করা যায়। সেই সঙ্গে আপনিও বুঝতে পারবেন সে আপনার সঙ্গে কতটা কমফর্টেবল।
তোমাকে ১০ লাখ টাকা দিলে কীভাবে খরচ করবে : এমন প্রশ্ন প্রায়শই টেলিভিশনে এ ওকে করছে বলে শোনা যায়। ইন্টারেস্টিং প্রশ্ন। কিন্তু অদ্ভুত ভেবে এই প্রশ্ন থেকে দূরে থাকবেন না। সামনের জনকে করে ফেলুন প্রশ্নটি। কেউ বলে আমি সেটা দিয়ে ঘুরে বেড়াব। কেউ বলে দান করব কোনো অনাথ আশ্রমে। কেউ আবার ব্যবসার জন্য সেটি তুলে রাখতে চায়। এখান থেকেই বোঝা যায় মানুষটি অ্যাডভেঞ্চার প্রিয়, নাকি বাস্তববাদী, নাকি আবেগপ্রবণ।
যে চাকরি কর, সেটি কি তোমার পছন্দ : শুনে মনে হয় খুব স্বাভাবিক প্রশ্ন। কিন্তু এর উত্তরেই লুকিয়ে রয়েছে আসল চাবিকাঠি। এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই মানুষটির ব্যক্তিগত জীবনে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল। আর যদি উত্তর না হয়, তাহলে সাবধান। চাকরিতে এরা সন্তুষ্ট নয়। ফলে অন্য চাকরির খোঁজ করছে। বেশিরভাগ সময়ে এরা জেদি হয়। আপনাকে সেভাবেই এগোতে হবে।
সপ্তাহিক ছুটি কীভাবে কাটাও : এই প্রশ্নে আপনার সঙ্গীর পার্সোনালিটি ধরা পড়বে। ছুটিতে সে বাড়িতে থেকে বাড়ির কাজ করতে ভালোবাসে? নাকি বাইরে কোথাও শর্ট ট্রিপে যায়? নাকি সারা রাত পার্টির প্রস্তুতি নেয়? এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনার ভবিষ্যতে উপকারই হবে।
প্রিয় বন্ধু সম্পর্কে কী ভাবেন : এই প্রশ্নের উত্তর পেলে আপনি আরও একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মানুষকে সেই ব্যক্তি কীভাবে দেখে। সম্পর্কে গভীরতা কিন্তু এখান থেকেই প্রকাশ পায়। বন্ধু সম্পর্কে তার ধারণা মন দিয়ে শুনুন। তাহলে আপনিও বুঝতে পারবেন তার চরিত্র।
সূত্র : এনডিটিভি।
Labels:
লাইফস্টাইল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment