Social Icons

Tuesday, March 13, 2018

‘আমি হবো প্রথম মুসলিম মার্কিন প্রেসিডেন্ট’


যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পরিবারের সঙ্গে থাকে ১৪ বছরের বালক ইউসুফ দাউর। সে তার ভবিষ্যতের ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করেছে। তার লক্ষ্য, আমেরিকার প্রথম মুসলিম প্রেসিডেন্ট হওয়া। ইউসুফ দাউর বলেন, আমি টেলিভিশনে প্রেসিডেন্ট বুশের ছবি দেখেছি। এছাড়া বুশের মতোই পোশাক পরিহিত রিপাবলিকান রাজনীতিবিদ বেন কার্সনকেও দেখেছি, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রীসভার একজন সদস্য।
কার্সন বলেছিলেন, ‘কোনো মুসলিম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে না। এই জাতির জন্য আমি কখনো কোন মুসলিমকে প্রেসিডেন্ট হিসেবে দেখেতে চাই না।’ ইউসুফ বলেন, তার এই কথা আমার মোটেও পছন্দ হয়নি, কারণ আমি তো প্রেসিডেন্ট হতে চাই। তিনি আমার স্বপ্ন গুড়িয়ে দিয়েছেন। তখন আমি মাকে বললাম আমার হোমওয়ার্ক করতে হবে তারপর আমি একটি ভিডিও বানাবো।
তারপর ইউসুফ বেন কার্সনের কথার জবাবে ২০১৫ সালে প্রথম একটি ভিডিও তৈরি করে। সেখানে সে বলে- আমি হবো আমেরিকার প্রথম মুসলিম প্রেসিডেন্ট এবং আপনি এটা নিজের চোখে দেখবেন। ইউসুফ বলে, আমি হাই স্কুলে পড়ালেখা শেষে কলেজে পড়তে চাই। অপরাধ বিজ্ঞান নিয়ে পড়তে চাই। তারপর ‘ল’ স্কুলে যেতে চাই। ‘ল’ স্কুল শেষ করে তারপর কয়েক বছর আমি স্থানীয় কিছু অফিস চালাতে চাই। তারপর রাজ্যে, তারপর কেন্দ্রীয় পর্যায়ে, তারপর প্রেসিডেন্ট। ইউসুফ আরো জানায়, আপনি যদি কিছু বদলাতে চান, জনগণের সঙ্গে কথা বলতে চান, তাহলে তাদেরকে সম্মান করতে হবে। আমার মনে হয় আমাদের এটার অভাব আছে, বিশেষ করে আজকের পৃথিবীর রাজনীতিতে।
তারপর সে তার আরেকটি ইউটিউব ভিডিও নিয়ে আসে, সেখানে সে বলে, আমি একজন প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছি যিনি জাতি ও ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না। কৃষ্ণাঙ্গদের যে সীমা ছিলো ওবামা সেটা ভেঙেছেন। মুসলমানদের নিয়ে যে সীমা সেটা আমি ভাঙবো। তিনি আরো বলেন, আমরা সবাই আমেরিকান, আমরা সবাই সমান। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates