নতুন মুখ নিয়ে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে ব্রাজিল। প্রীতি ম্যাচে ব্রাজিল খেলবে রাশিয়া ও জার্মানির বিপক্ষে। এ ম্যাচের জন্য সেলেসাওদের দলে ডাক পেয়েছেন এখনো জাতীয় দলের জার্সি গায়ে না তোলা নেতো, অ্যান্ডারসন তালিসকা ও উইলিয়ান হোসে। নেতো খেলেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে, তালিসকার দল বেসিকতাস ও হোসে খেলেন সোসিয়েদাদের হয়ে।
আগামী ২৩ মার্চ মস্কোয় স্বাগতিক রাশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ২৭ মার্চ বার্লিনে জার্মানির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে চোটের সঙ্গে লড়াই করলেও ইতালি ও স্পেনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য সার্জিও আগুয়েরোকে দলে রেখেছে আর্জেন্টিনা।
গত সপ্তাহে আগুয়েরো জানান, হাঁটুর চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এতে ২৩ মার্চ স্পেনের বিপক্ষে ও তার চারদিন পর ইতালির বিপক্ষের ম্যাচেও তার খেলা অনিশ্চিত। তবু জায়গা পেলেন আর্জেন্টিনা দলে। এএফপি
No comments:
Post a Comment