২০০২ সালের বিশ্বকাপে নিজের চুলের ছাঁট নিয়ে মুখ খুলেছেন রোনালদো। ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি জানালেন, তার পায়ের চোট নিয়ে সংবাদ মাধ্যমের নজর সরাতে ইচ্ছা করে পরিবর্তন এনেছিলেন চুলের ছাঁটে।
১৬ বছর আগে বিশ্বকাপের দক্ষিণ কোরিয়া ও জাপান আসরে পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাজিল। ইয়োকোহামায় ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা। দুটি গোল করে ম্যাচ সেরা হন রোনালদো।
কপালের উপরটা জুড়ে চুল রেখে মাথার বাকিটুকু ন্যাড়া করার সেই ছাঁট নজর কেড়েছিল সবার। এতদিন পর চুলের সেই ছাঁটের রহস্য উন্মোচন করলেন রোনালদো।
মেলবোর্নে এক অনুষ্ঠানে এ ব্যাপারে তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, “আমি পায়ে একটা চোট পেয়েছিলাম এবং সবাই এটা নিয়ে কথা বলছিল।”
“আমি আমার চুল কাটার সিদ্ধান্ত নেই। আমি অনুশীলনে আসি এবং সবাই আমাকে চুলের এই বাজে অবস্থা দেখে”
“সবাই চুল নিয়ে কথা বলছিল এবং চোটের ব্যাপারটা ভুলে গিয়েছিল। আমি আরও শান্ত ও চাপমুক্ত থাকতে পারলাম। আমি আমার অনুশীলনে নজর দিলাম।”
আলোচিত চুলের ওই ছাঁট নিয়ে অবশ্য গর্ব করার মতো কিছু দেখছেন না রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
“চুলের ওই ব্যাপারটা নিয়ে আমি গর্বিত নই। কারণ এটা দেখতে বেশ অদ্ভুত ছিল। তবে আলোচনার বিষয় পরিবর্তনে এটা ভালো একটা উপায় ছিল।”
ওই আসরের পর ব্রাজিলের আর বিশ্বকাপ জেতা হয়নি। এর মধ্যে ২০১৪ সালে নিজেদের মাঠে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নেয় তারা।
জুন-জুলাইয়ে হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে বাছাইপর্বে দাপট দেখানো তিতের দল ব্রাজিলকে। আশাবাদী দেশটির হয়ে ৯৮টি ম্যাচ খেলা রোনালদোও।
“জার্মানি, স্পেন, ফ্রান্সের মতো অল্প কিছু জাতীয় দল আছে যারা সবসময় ফাইনালগুলোতে থাকবে। এরা সবাই খুব শক্তিশালী দল। দেখা যাক। আশা করি, ব্রাজিল আবার বিশ্বকাপ জিততে পারবে।”
No comments:
Post a Comment