দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে চাঁদা চেয়ে না পেয়ে সন্ত্রাসী কৃষ্ণাঙ্গদের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি ব্যবসায়ী আবু সুফিয়ান স্বপনের (৪৭) বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায়।
জানা যায়, দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রবিবার রাত ৭টায় জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলার ৯নং ওয়ার্ডের আবু সুফিয়ান স্বপন তার নিজ বাসা থেকে গাড়িতে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে তার গাড়ির গতিরোধ করে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। সাথে সাথে স্বপন গাড়িতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আবুল হোসেন বলেন, আবু সুফিয়ান স্বপন ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। তিনি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে ও সুয়েটু শহরে ব্যবসা চালু এবং সফলতা অর্জন করেন। প্রায় সময় সস্ত্রাসী কৃষ্ণাঙ্গরা আমার ভাইয়ের কাজ থেকে চাঁদা দাবি করতো। চাঁদাবাজির ঘটনায় আমার ভাইকে তারা হত্যা করেছে।
No comments:
Post a Comment