অ্যারিজোনায় মঙ্গলবার কংগ্রেস নির্বাচন। এ নির্বাচনকে রিপাবলিকানদের জন্যে আরেক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে ভোটাররা ওইদিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা পরীক্ষা করবেন। ডেমোক্রেটিক দল রিপাবলিকানদের বহু পুরনো এলাকা অ্যারিজোনার এই আসনটি ছিনিয়ে নিয়ে আগামী নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায়। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঙ্গরাজ্যের ৮ম কংগ্রেশনাল জেলাটি রিপাবলিকানদের জন্য নির্ভরযোগ্য হিসাবে গণ্য করা হয়। ডেমোক্রেটিকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এখান থেকে ২১ পয়েন্ট পান। কংগ্রেশনাল নির্বাচনে রিপাবরিকান দল হেরে গেলে আগামীতে কংগ্রেসে ট্রাম্পের নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। দুই নারী, রিপাবলিকান রাজ্য সিনেটর ডেবি লেসকো এবং ডেমোক্রেটিক ক্যান্সার গবেষক হিরাল টিপিরনানী এক অপরকে নির্বাচনে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে।
গত বছর ডিসেম্বরে কনজারভেটিভ কংগ্রেসম্যান টিরেন্ট ফ্রাংক অর্থ প্রদান সংক্রান্ত কেলেঙ্কারির কারণে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। লেসকোর অবস্থা কিছুটা অনুকূলে থাকলেও দেশটির সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনায় ভোটারগণ সিদ্ধান্ত নেবেন। তবে যেই জিতুক না কেন কাছাকাছি ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হবে বলে সবাই মনে করছে।
বিশেষ করে সম্প্রতি ট্রাম্পের প্রশাসনে ছাটাই-পদত্যাগ ও গত নির্বাচনে রাশিয়ার ডিজিটাল হস্তক্ষেপের বিষয়টির তদন্ত ইস্যু ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে। ডেমোক্রেটিক দল আর মাত্র ২৩টি আসন পেলে ৪৩৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে।
এএফপি।
No comments:
Post a Comment