বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ফুটবল ক্লাব শাপেকোয়েন্স নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ২০১৬ সালে। ৭১ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন সেই মর্মান্তিক বিমান-দুর্ঘটনায়!
কীভাবে হয়েছিল সেই দুর্ঘটনা?
দুর্ঘটনার প্রায় ২ বছর পর অবশেষে প্রকাশিত হল শাপেকোয়েন্স ট্র্যাজেডির পিছনের কারণ। বিমানের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ঘটেছিল ওই দুর্ঘটনা! চোখের পানিতে প্রাণহীন মানুষগুলোকে শেষ বিদায় জানিয়েছিলেন অসংখ্য মানুষ।
কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০১৬ সালের ওই বিমান দুর্ঘটনার কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাদের দাবি, আকাশে ওড়ার আগে ওই বিমানে পর্যাপ্ত জ্বালানি ছিল না। সেটাই দুর্ঘটনার আসল কারণ।
বলিভিয়ার সান্তা ক্রুজে সাময়িক বিশ্রামের পরে কলম্বিয়ার মেদেলিনে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির।
সান্তা ক্রুজ থেকে বিমানটি যে পরিমান জ্বালানি নিয়ে উড়তে শুরু করে, পথের দূরত্ব অনুযায়ী তা যথেষ্ট ছিল না।
সাধারণত ওড়ার বিমানে সময়ে জ্বালানি বেশি রাখতে হয়। এক্ষেত্রে বিমানটি সেই সব নিয়ম মেনে চলেনি।
এর আগেও বেশ কয়েকবার কম জ্বালানি নিয়ে বিমান চলাচল করেছে। তখন দুর্ঘটনা ঘটেনি। কিন্তু শাপেকোয়েন্স দলটা রক্ষা পায়নি।
সংশ্লিষ্ট বিমানের পাইলটরা তেলের এই ঘাটতির বিষয় সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন।
কলম্বিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এ ব্যাপারে জানানো হয়নি। রানওয়েতে আগে নামতে দেয়ার অনুরোধও জানানো হয়নি।
No comments:
Post a Comment