দুর্নীতির দায়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি সিঙ্গেল খাটে শুতে দেয়া হয়। তার জন্য বরাদ্দ পুরনো ওয়াশরুম থেকে ইঁদুর বের হয়েছে। নির্জন কারাগারে বন্দী খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে, সেখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায় বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, খালেদা জিয়ার ব্যবহারের জন্য একেবারেই ছোট্ট ও পুরনো একটি ওয়াশরুম দেয়া হয়েছে। দুই সপ্তাহ আগে ওখান থেকে ইঁদুরও বের হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়াকে একটি দুর্নীতির মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই দিন থেকে সে কারাবন্দী রয়েছেন। একই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকেও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।
বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া। আদালত তাকে ৪ মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিলেও অন্য মামলায় গ্রেফতার দেখানোয় তিনি মুক্তি পাননি।
সূত্র:চ্যানেল আই
No comments:
Post a Comment