ঢাকা থেকে আমাদের ফটো সাংবাদিক - মোঃ নুর হুসাইন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কারাফটকে যান।
বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পরিবারের সদস্যরা কারাগারে গেছেন।
কারা কারা দেখা করতে গেছেন—এ বিষয়ে জানতে চাইলে আবদুস সাত্তার বলেন, ‘আমি শুনেছি তাঁর আত্মীয়-স্বজন দেখা করতে গেছেন। কিন্তু কারা গেছেন, আমি সঠিক বলতে পারব না।’
এদিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পরিবারের পাঁচ সদস্য গেছেন, সেটা শুনেছি। কিন্তু কারা আছেন পাঁচ সদস্যের দলে, সেটা আমি বলতে পারব না।’
শায়রুল কবীর খান আরো বলেন, ‘পরিবারের সদস্যরা গেলে সেটা তাঁরা নিজেদের মতো যান। আমরা সে বিষয়ে জানি না। দলীয় কেউ গেলে সেটা আমরা জানতে পারতাম।’
এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া পাঁচ সদস্যের মধ্যে তাঁর ছোট বোন, ছোট ভাইয়ের বউ রয়েছেন।
এদিকে গত ১৯ এপ্রিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে সাক্ষাৎ পাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
এর পরের দিন ২০ এপ্রিল পরিবারের সদস্যরাও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। দুই দিনই কারা কর্তৃপক্ষ বিএনপি নেতা ও পরিবারের সদস্যদের জানান, খালেদা জিয়া অসুস্থ। তিনি হেঁটে ওয়েটিং রুম পর্যন্ত আসতে পারবেন না।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন।
No comments:
Post a Comment