দূর্নীতির দায়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান মার্কো পোল ডেল নেরোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এক বিবৃবিতে ফিফা জানিয়েছে ঘুষ ও দূর্নীতির একাধিক তথ্য প্রমানিত হওয়ায় ডেল নেরোকে এই শাস্তি প্রদান করা হয়েছে। একইসাথে তাকে এক মিলিয়ন সুইন ফ্র্যাংক জরিমানাও করা হয়েছে।
জানা গেছে, ফিফার এথিকস কমিটি এই শাস্তির ঘোষণা করেছে। ২০১৫ সালে ফিফার দূর্নীতি বিরোধী যে অভিযান শুরু হয় তারই ধারাবাহিকতায় ডেল নেরোকে শাস্তি প্রদান করা হল। দীর্ঘদিন ধরেই ডেল নেরোর বিপক্ষে দূর্নীতির অভিযোগ তদন্ত করে আসছিল এথিকস কমিটি। বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে গণমাধ্যম ও মার্কেটিং স্বত্ত নিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে ডেল নেরোর বিপক্ষে।
তদন্তে কোপা আমেরিকা, কনমেবল, কোপা লিবারেটেডরস, কোপা ডো ব্রাসিলসহ বিভিন্ন টুর্নামেন্টে তার দূর্নীতির সংশ্লিষ্টতা প্রমানিত হয়। ডেল নেরোর বিপক্ষে ফিফার শাস্তি তাৎক্ষনিক ভাবেই কার্যকর করা হয়েছে।
No comments:
Post a Comment