ইতিহাসের প্রথম সামরিক সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে চীন, ভারত ও পাকিস্তান। জানা গেছে, আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এই বহুদেশীয় সন্ত্রাসবিরোধী মহড়া। আর সেখানেই অংশ নেবে চীন, ভারত ও পাকিস্তানসহ মোট আটটি দেশ।
বেইজিংয়ের নেতৃত্বাধীন সাংহাই জোট (এসসিও) এর তত্ত্বাবধানেই ওই যৌথ সামরিক মহড়া হবে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)’র পাল্টা হিসেবে এই এসসিও গড়ে তুলেছে চীন।
রাশিয়ার উরাল পর্বতমালার কাছে ওই সামরিক মহড়া হবে। এসসিও’র সদস্য সবক’টি দেশ এই মহড়ায় অংশ নেবে। এসসিও গোষ্ঠীর দেশগুলির মধ্যে শান্তিস্থাপন এবং সন্ত্রাস দমনে সহযোগিতা বাড়ানোই এই মহড়ার লক্ষ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস।
No comments:
Post a Comment