মেক্সিকোয় সাংবাদিক জাভিয়ের ভালদেজ এর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভালদেজ দীর্ঘদিন ধরে এএফপি’র সহযোগী ছিলেন। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে একথা জানান। খবর এএফপি’র।
নাভারেতে টুইটারে জানান, সাংবাদিক জাভিয়ের ভালদেজ হত্যাকাণ্ডে অভিযুক্ত অপরাধীকে আটক করেছে পুলিশ। গত বছর সিনালোয়াতে দুর্ভাগ্যজনকভাবে তাকে হত্যা করা হয়। পুরস্কার জয়ী সাংবাদিক ভালদেজকে ১৫ মে তার নিজ রাজ্য সিনালোয়ার রাজধানী কুলিয়াকানে রিওডোসে পত্রিকা অফিসের বাইরে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।
তিনি মেক্সিকোর শক্তিশালী মাদক চক্রগুলোকে নিয়ে প্রতিবেদন লিখতেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি এই পত্রিকার সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। এএফপি।
No comments:
Post a Comment