শনিবার রাতে ড্রোন ওড়ানো নিয়ে রাজপ্রাসাদের সামনে গোলাগুলির ঘটনার পর দেশটিতে বিনা অনুমতিতে ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দেশে ড্রোন ওড়ানোর ওপর একটি নীতিমালা ইতিমধ্যে প্রায় চুড়ান্ত করা হয়েছে।
এসপিএ নিউজ এজেন্সির বরা দিতে এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ড্রোন ওড়াতে গেলে নতুন নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যেখানে ড্রোন ওড়ানো হবে ওই এলাকার পুলিশ ও স্থানীয়দের অনুমতিপত্র দেখাতে হবে।
শনিবার ভোর রাতে দেশটির রাজপ্রাসাদের বাইরে ব্যাপক গুলির ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী রিয়াদের রয়্যাল প্যালেসের সামনে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
পররবর্তীতে সৌদি কর্তৃপক্ষ জানায়, রাজপ্রাসাদের কাছাকাছি একটি খেলনা ড্রোন উড়তে দেখা যায়। নিরাপত্তারক্ষীরা ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।
No comments:
Post a Comment