ব্রাজিলের অ্যামাজন নদীমুখের পাশে বিশাল এক কোরাল রিফের কাছে ফরাসি তেল জায়ান্ট টোটালকে কূপ খননের লাইসেন্স দেয়ার বিষয়ে এক সুপারিশ অনুমোদনের বিরোধিতা করেছেন দেশটির এক কৌঁসুলি। টোটালের এ খনন ব্যাপক মাত্রায় প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করবে বলে সতর্ক করেছেন তিনি। খবর এএফপি।
ব্রাজিলের আমাপা অঙ্গরাজ্যে কৌঁসুলির কার্যালয় থেকে বলা হয়েছে, এ এলাকার পরিবেশগত ক্ষতি এড়ানো নিশ্চিত করার একমাত্র উপায় টোটালকে কূপ খননের লাইসেন্স না দেয়া। আরো বলা হয়, পর্যাপ্ত গবেষণা ছাড়াই তেলকূপ খননের অনুমোদন দেয়া ব্রাজিল স্বাক্ষরিত আন্তর্জাতিক অঙ্গীকারের লঙ্ঘন হবে। কৌঁসুলির কার্যালয় থেকে এ অনুমোদনকে ব্যাপক আকারে পরিবেশ ধ্বংস ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে সতর্ক করা হয়েছে।
কৌঁসুলির এ সুপারিশ সরকারের পরিবেশবিষয়ক সংস্থা আইবামার কাছে পাঠানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এর উত্তর জানানো হবে। এর আগে মঙ্গলবার পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস জানায়, টোটাল যেখানে খননের পরিকল্পনা করছে, ঠিক সেখানেই একটি আগে থেকে আবিষ্কৃত কোরাল রিফ বিস্তৃত হচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালে বিশাল রিফটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
No comments:
Post a Comment