প্রায় ৬ মাস বন্ধ থাকার পর পহেলা মে থেকে আবারও চালু হচ্ছে জর্ডানে বাংলাদেশি গৃহকর্মী নিয়োগ। ১৮ এপ্রিল জর্ডান শ্রম মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। জর্ডানে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশি গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিতে বেশ কিছুদিন ধরেই জর্ডানের শ্রমমন্ত্রী আলী আল ঘাজ্জাউইয়ের সঙ্গে আলোচনা চলছিলো। এরই প্রেক্ষিতে জর্ডান সরকার বাংলাদেশি গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেয়।
জর্ডান-এর শ্রমমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে নতুন করে বাংলাদেশি গৃহকর্মীদের নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। গৃহকর্মীরা যেন কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যায় না ভোগেন, সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান তিনি।
জর্ডান শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাজ করতে আসা প্রতিটি বাংলাদেশি গৃহকর্মীর কোনো প্রকার অপরাধমূলক অভিযোগ রয়েছে কি-না এ বিষয়ে সঠিক তথ্য জানাতে হবে। এমনকি নতুন গৃহকর্মীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। জর্ডান সরকারের নতুন এই সিদ্ধান্তে ইতিবাচক সাড়া দিয়েছে আম্মানস্থ বাংলাদেশ দূতাবাস।
জর্ডানে বর্তমানে প্রায় ৫০ হাজার মহিলা গৃহকর্মী কাজ করছেন।
No comments:
Post a Comment