বিশ্বের বিভিন্ন দেশে বাড়তি উৎপাদনের জের ধরে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমতির দিকে রয়েছে। এমন পরিস্থিতিতে খাতসংশ্লিষ্টদের জন্য সুখবর জানিয়েছে বিশ্বের শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিল। চলতি মৌসুমে দেশটিতে খাদ্যপণ্যটির উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৮ লাখ টনের বেশি কমতে পারে বলে জানানো হয়েছে। ব্রাজিলের চিনি শিল্প-সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোনাব এ পূর্বাভাস দিয়েছে। তবে কোনাবের প্রাক্কলনের সঙ্গে ব্রাজিলে চিনি উৎপাদন বিষয়ে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) পূর্বাভাসে বড় ব্যবধান দেখা গেছে। খবর এগ্রিমানি।
কোনাবের পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে ব্রাজিলে সব মিলিয়ে ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টন চিনি উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ৮ লাখ ৩০ হাজার টন কম। ২০১৬-১৭ মৌসুমে দেশটিতে মোট ৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টন চিনি উৎপাদন হয়েছিল।
ব্রাজিলের চিনি উৎপাদনকারী বিভিন্ন অঞ্চলে এবারের মৌসুমে বৈরী আবহাওয়ার জের ধরে আখের ফলন কমার সম্ভাবনা রয়েছে। কোনাবের পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে সব মিলিয়ে ৬৩ কোটি ৩০ লাখ টন আখ উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ২ কোটি ৪০ লাখ টন কম। ২০১৬-১৭ মৌসুমে ব্রাজিলে সব মিলিয়ে ৬৫ কোটি ৭০ লাখ টন আখ উৎপাদন হয়েছিল। এবারের মৌসুমে আখ উৎপাদন কমলে ব্রাজিলের চিনি শিল্পে কাঁচামাল সংকট দেখা দিতে পারে। এ আশংকা থেকে দেশটিতে চিনি উৎপাদনের প্রাক্কলন কমানো হয়েছে।
তবে ভিন্ন সম্ভাবনার কথা জানিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ মৌসুমে ব্রাজিলে মোট ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টন চিনি উৎপাদন হয়েছিল, যা আগের মৌসুমের তুলনায় ১২৩ দশমিক ৯৯ শতাংশ বেশি। প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে ২ দশমিক ৬৮ শতাংশ বেড়ে সব মিলিয়ে ৪ কোটি ২ লাখ টন চিনি উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
No comments:
Post a Comment