সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ নিকারাগুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে সরকার।
শনিবার পেনশন ভাতার নীতিমালা সংস্কারের আশ্বাস দিয়ে আলোচনায় বসার আহ্বান জানান প্রেসিডেন্ট ড্যানিয়েল ওরটেগা।
তবে সরকারের এই পদক্ষেপ প্রত্যাখ্যান কোরে প্রথমে সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়িক নেতারা। সম্প্রতি এক ডিক্রির মাধ্যমে আয় ও বেতন-কর বাড়ানোর পাশাপাশি পেনশনভোগীদের সুবিধা কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। প্রতিরোধে বিভিন্ন শহরে সেনা মোতায়েন করে সরকার। এ পর্যন্ত পুলিশের গুলিতে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
No comments:
Post a Comment