কোপা আমেরিকায় নারীদের প্রতিযোগিতা হয়েছে আটবার, এর মধ্যে সাতবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা! লাতিন আমেরিকায় তাই নারী ফুটবলের ‘রানী’ ব্রাজিলিয়ানরাই। রোববার কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করে মার্তা-ক্রিস্টিয়ানরা।
কোপার সাফল্যে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের পাশাপাশি ২০২০ সালের টোকিও অলিম্পিকের টিকিটও নিশ্চিত হয়েছে ব্রাজিলের।
রোববার চিলির কাছে আর্জেন্টিনার হারেই ব্রাজিলের শিরোপা নিশ্চিত হয়ে যায়। পরে মার্তারা ৩-০ গোলে হারায় কলম্বিয়াকে। মনিকা দুটি ও ক্লাভিজো একটি গোল করেন। চূড়ান্ত পর্বে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল, ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্বাগতিক চিলি। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা আর্জেন্টিনার সামনে এখন বিশ্বকাপে যাওয়ার একটাই সুযোগ— কনকাকাফ অঞ্চলের দলের সঙ্গে প্লে-অফ ম্যাচে জয়।
এএফপি
No comments:
Post a Comment