Social Icons

Sunday, April 29, 2018

আর্মেনিয়ার সংকট নিরসনে ‘আন্তরিক’ আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

আর্মেনিয়ার রাজনৈতিক সংকট নিরসনে ‘আন্তরিকভাবে’ আলোচনা করতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণআন্দোলনের মুখ দেশটির প্রবীণ শাসক সার্জ সার্কিসিয়ানের পদত্যাগের পর ওয়াশিংটন শনিবার এ আহ্বান জানায়। খবর এএফপি’র।
 
গত দুই সপ্তাহ ধরে আর্মেনিয়ায় ব্যাপক আন্দোলন হয়। সার্কিসিয়ানের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় ও শেষ মেয়াদ সমাপ্তের পর প্রধানমন্ত্রী হিসেবে তাকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়ায় এ আন্দোলন শুরু হয়। খবরে বলা হয়, বিরোধী দলের এমপি নিকোল পাশিনিয়ানের নেতৃত্বে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে। এতে সার্কিসিয়ান পদত্যাগে বাধ্য হন।
 
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আর্মেনিয়ার বন্ধু দেশ হিসেবে আমরা সংবিধান অনুযায়ী একটি নতুন সরকার গঠনে আন্তরিকভাবে আলোচনা করতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহবান জানাচ্ছি। এছাড়া আমরা এমন একটি প্রস্তাব গ্রহণের আহবান জানাচ্ছি যাতে আর্মেনিয়ার সকল জনগণের স্বার্থের প্রতিফলন ঘটে।’ এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates