যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেয়েছেন অথচ গ্রিনকার্ডে ত্রুটি রয়েছে এমন ৮ হাজার ৫৪৩ জন নাগরিকের গ্রিনকার্ড ফেরত নিচ্ছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক সংস্থা ইউএসসিআইএস।
সম্প্রতি সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব গ্রিনকার্ডধারী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কার্ড পেয়েছেন, তাঁদের কার্ড বানানোর প্রক্রিয়ায় ভুল থাকায় তা ফেরত নেওয়া হচ্ছে। ইউএসসিআইএস বলছে, এতে আতঙ্কিত হবার কিছু নেই। শিগগিরই ত্রুটিপূর্ণ গ্রিনকার্ড ফেরত চেয়ে চিঠি দেওয়া হবে। ফরম ১-৭৫১ (বসবাসের ওপর শর্ত তুলে নেওয়ার আবেদন)-এর মাধ্যমে এসব গ্রিনকার্ড পেয়েছিলেন অভিবাসীরা। এখন চিঠি পাওয়ার ২০ দিনের মধ্যে এগুলো ফেরত দিতে হবে। প্রয়োজনীয় সংশোধনের পর অভিবাসীরা ১৫ দিনের মধ্যে গ্রিনকার্ড পাবেন।
ইউএসসিআইএস-এর সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তে অস্বস্তিতে রয়েছেন দেশটিতে অবস্থানরত অভিবাসীরা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর সাদাদের সংখ্যাগুরু করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্টদের অভিযোগ। অভিবাসন নিয়ে কাজ করেন এমন কর্মীদের কেউ কেউ বলছেন, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০৪৯ সালে যুক্তরাষ্ট্রে সাদারা সংখ্যালঘু হয়ে পড়বে বলে যে চিত্র উঠে এসেছে, মূলতঃ সেটিকে ঠেকানোর জন্য মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, পরিবারিক ভিসা, ডাইভারসিটি ভিসাসহ নানান প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রতিদিন হাজার হাজার অভিবাসী পাড়ি দিচ্ছেন। আইন করে এসব বৈধ নাগরিকের প্রবেশ ঠেকাতে চান ট্রাম্প। অন্যদিকে অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment