যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব-নির্বাচিত নির্বাহী মেয়র জন বিগস তাঁর কেবিনেট সদস্যদের নাম ঘোষণা করেছেন। ১৬ মে মালবারিপ্লেসে লেবার গ্রুপের এজিএমে তাঁদের নাম ও দায়িত্ব অনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জন বিগস। এতে লেবার পার্টির নব-নির্বাচিত ৪২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
গত ৩ মে অনুষ্ঠিত নির্বাচনে জন বিগস রেকর্ড ৪৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হন। আর মোট ৪৫টি কাউন্সিলর পদের মধ্যে লেবার পার্টির ৪২ জন বিজয় লাভ করেন। ১৬ মে ঘোষিত নতুন কেবিনেটে তিনজনকে ডেপুটি মেয়র করা হয়। তাঁরা হলেন- সিরাজুল ইসলাম, র্যাচেল ব্লেইক ও আসমা বেগম। এদের মধ্যে সিরাজুল ইসলাম গত কেবিনেটের মতোই এবারও স্ট্যাটিটিউরি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন।
এছাড়া এবারের কেবিনেটে তিনজন নতুন সদস্য যোগ হয়েছেন। এরা হলেন- কাউন্সিলর মতিন উজ-জামান, কাউন্সিলর ড্যানি হ্যাসেল ও কাউন্সিলর ক্যানডিডা রোনাল্ড। নয় সদস্য বিশিষ্ট কেবিনেটে পাঁচজন নারী এবং চারজন বিএমই কমিউনিটির। এছাড়া কাউন্সিলর আয়াস মিয়াকে স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিপূর্বে ডেপুটি স্পিকার ছিলেন।
এছাড়া মেয়র তিনজন কাউন্সিলরকে তিন বিষয়ে তাঁর অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁরা হলেন- কমিউনিটি অ্যান্ড ভলান্টারি সেক্টরের কাউন্সিলর সাবিনা আক্তার, ইয়ং পিপল সেক্টরে কাউন্সিলর আসমা ইসলাম ও পোভার্টি অ্যান্ড ইনইকুয়্যালিটি সেক্টরে ইভ ম্যাককুলিয়ান টেকেলিং।
No comments:
Post a Comment