ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্টের নিুকক্ষের সদস্যরা। অভিশংসন প্রস্তাব গ্রহণের জন্য নিুকক্ষের ৫১৩ জন সদস্যের মধ্যে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। ভোটাভুটিতে দিলমার বিপক্ষে ভোট দেন ৩৬৭ জন পার্লামেন্টারিয়ান। ফলে পার্লামেন্টের নিুকক্ষে অভিশংসিত হন ব্রাজিলের প্রথম এ নারী প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার রাত ১০টায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অভিশংসন প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ দিলমা রুসেফের পক্ষে ভোট দেন ১২৭ জন। এছাড়া ভোটদান থেকে বিরত ছিলেন ছয়জন। খবর এএফপি ও বিবিসির। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে প্রেসিডেন্ট রুসেফ ব্রাজিলের ক্রমবর্ধমান বাজেট ঘাটতির তথ্য লুকানোর চেষ্টা করছেন এবং এই উদ্দেশ্যে তিনি সরকারি হিসাব নিয়ন্ত্রণ করছেন দাবি করে তাকে অভিশংসনের মুখোমুখি করার দাবি তোলে দেশটির কংগ্রেসের বিরোধীদলীয় সদস্যরা। এছাড়া ২০১৪ সালে পুনর্নির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসেবে কারসাজি করেছিলেন তিনি। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে অভিশংসনের উদ্যোগকে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ‘পার্লামেন্টারি ক্যু’-এর চেষ্টা বলে পাল্টা অভিযোগ করে আসছিলেন প্রেসিডেন্ট রুসেফ ও তার দল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। কিন্তু অভিশংসনের উদ্যোগে প্রথম প্রক্রিয়ায় কংগ্রেস কমিটির ভোটাভুটিতে তিনি হেরে যান। কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য অভিশংসনের পক্ষে মত দেয়। কমিটির অনুমোদনের পর কংগ্রেসের নিুকক্ষের ভোটের মাধ্যমে প্রেসিডেন্টকে অভিশংসন করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল। অভিশংসনের প্রস্তাব নিুকক্ষ থেকে উচ্চকক্ষ তথা সিনেটে উঠল। সিনেটে বিষয়টি নিয়ে ফের ভোট গ্রহণ করা হবে। ৮১ সদস্যের সিনেটের ৪১ সদস্য ‘হ্যাঁ’ ভোট দিলেই পরবর্তী ১৮০ দিনের জন্য বহিষ্কৃত হবেন প্রেসিডেন্ট রুসেফ। কিন্তু সিনেটে প্রয়োজনীয়সংখ্যক সদস্য অভিশংসনের পক্ষে ভোট না দিলে অভিশংসন প্রক্রিয়া বাতিল হয়ে যাবে এবং যথারীতি প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন রুসেফ। অভিশংসনের প্রস্তাবটি সিনেটের অনুমোদন পেলে সাময়িক বহিষ্কারের পাশাপাশি সিনেটে শুনানির মুখোমুখি হবেন প্রেসিডেন্ট রুসেফ। ১৮০ দিনের মধ্যে শুনানি শেষ করে প্রেসিডেন্ট ‘দোষী’ না ‘নির্দোষ’ তা নির্ধারণে ফের ভোট গ্রহণ করা হবে। ভোটে প্রেসিডেন্ট ‘নির্দোষ’ প্রমাণ হলে বহিষ্কারাদেশ বাতিল হয়ে ফের প্রেসিডেন্ট পদে বহাল হবেন রুসেফ, আর ‘দোষী’ প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কৃত হবেন। পরবর্তী নির্বাচন পর্যন্ত দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট হবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেমের।
Tuesday, April 19, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment