Tuesday, April 19, 2016
মুস্তাফিজের দলের প্রথম জয়
ডেভিড ওয়ার্নার ছয় মেরে যখন ম্যাচটা শেষ করে দেন, তখনও ১৫ বল বাকি। সানরাইজার্স হায়দরাবাদ (১৪৫/৩) সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে (১৪২/৬)। এটি তাদের প্রথম জয়। অধিনায়ক ও ওপেনার ডেভিড ওয়ার্নারের ৫৯ বলে অপরাজিত ৯০ রানের (সাতটি চার ও চারটি ছয়) ইনিংস হায়দরাবাদের অনায়াস জয়ের ভিত গড়ে দেয়। টি ২০-তে চেজ করতে নেমে এ নিয়ে ৩০৮৯ রান হয়ে গেল অস্ট্রেলীয় ব্যাটসম্যান ওয়ার্নারের। যা কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৪৭৪৭ রান করেছেন ক্রিস গেইল। সোমবার নিজেদের ভেন্যুতে হায়দরাবাদের এমন বিশাল জয়ে তাদের বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানের অবদান, চার ওভারে ৩২ রানে এক উইকেট। তিন উইকেট নিয়েছেন বারিন্দার স্রান, যাকে ভারতের ‘মুস্তাফিজ’ হিসেবে তুলে ধরতে চাইছে সে দেশের মিডিয়া। অম্বাতি রায়ডুর (৫৪) ফিফটি এবং ক্রুনাল পান্ডিয়ার ২৮ বলে অপরাজিত ৪৯ রান মুম্বাইয়ের ইনিংসের ভিত গড়ে দেয়। হায়দরাবাদের ওয়ার্নার ‘একাই একশ’। তার সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস মুস্তাফিজের দলকে বড় জয় এনে দেয়ার পাশাপাশি তার মুকুটে ম্যাচসেরার পালক জুড়ে দিয়েছে। ক্রিকইনফো।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment