Social Icons

Tuesday, April 19, 2016

এক বলে দুই উইকেট!

ক্রিকেটের জন্ম থেকেই শুরু হয়েছে নানা ঘটন-অঘটনের ইতিহাস। চমকের পর চমক থাকে এই ব্যাট-বলের ক্রিকেটে। ঘটে কিছু বিরল ঘটনাও। এমনি একটি বিরল ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। সাধারণত এক বলে একজন ব্যাটসম্যানই আউট হয়ে থাকেন। তবে নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের একটি ম্যাচে এক বলে আউট হয়েছেন দুইজন ব্যাটসম্যান। শুনতে অবাক লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি। নিউজিল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার কাইল মিলসের একটি বল তুলে মারতে গিয়েছিলেন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান। তবে বলটি ঠিকমতো ব্যাটে না আসায় ফিরতি ক্যাচ দিয়ে কাইল মিলসের হাতেই ধরা পড়েন তিনি। এদিকে অন্য প্রান্তে থাকা আরেক ব্যাটসম্যান রান নেয়ার জন্য অনেকখানি এগিয়ে আসেন। সঙ্গে সঙ্গে হাতে ধরা বলটি স্টাম্পে থ্রো করেন মিলস। এতে রান আউটের ফাঁদে পড়েন ননস্ট্রাইকে থাকা ব্যাটসম্যান। আম্পায়ারও দুই ব্যাটসম্যানকেই আউট ঘোষণা করেছেন। ফলে এক বলেই দুই উইকেট হারাতে হয় ব্যাটিংয়ে নামা টিমকে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates