Wednesday, April 20, 2016
শেষ দেখে ছাড়বেন দিলমা
অভিশংসন (ইমপিচমেন্ট) প্রশ্নে পার্লামেন্টের নিুকক্ষে বিরোধীদের ভোটের পর অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। সোমবার কংগ্রেসের অধিবেশনে দেয়া বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রুসেফের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, ২০১৪ সালে পুনর্নিবাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসাবে কারসাজি করেছিলেন তিনি। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ অস্বীকার করেছেন রুসেফ। রোববার কংগ্রেসে বিরোধীদের আনা রুসেফের ইমপিচমেন্ট প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ দুই-তৃতীয়াংশের ভোটে পাস হয়। এর ফলে আগামী মাসে উচ্চকক্ষ সিনেটে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপিত হবে। সেখানে এটি সংখ্যাগরিষ্ঠতার ভোটে পাস হলে তদন্তকালে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন রুসেফ। সোমবার কংগ্রেসে বক্তব্য দেয়ার সময় বেশ শান্ত ছিলেন রুসেফ। এ সময় তিনি বিরোধীদের এ কাজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং একে ‘অন্যায়’ হিসেবে আখ্যা দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রুসেফ বলেন, তিনি কোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সাহস, শক্তি ও মনোবল রয়েছে বলেও জানান রুসেফ। রুসেফ দাবি করেন, ইমপিচমেন্টের মুখোমুখি হতে হবে- এমন কোনো অন্যায় তিনি করেননি। প্রসঙ্গত, সিনেট কমিটির প্রেসিডেন্ট রেনান ক্যালহেইরস রুসেফ ‘অভিশংসন’ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকায় রয়েছেন। তার হাতেই রয়েছে রুসেফের ‘ভাগ্য’। সিনেটের এ প্রভাবশালী সদস্যই ঠিক করবেন রুসেফকে সেদিন কি প্রশ্নে, কিভাবে ধরাশায়ী করতে হবে।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment