Monday, May 29, 2017
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এর অনুমোদনের পর মাইগ্রেশন আইনে পার্মানেন্ট ডকুমেন্ট পাচ্ছে প্রবাসীরা ।
সম্প্রতি ব্রাজিলে মাইগ্রেশন আইন নিয়ে সংসদে পক্ষে বিপক্ষে বাক বিতর্কের পর চুরান্ত ভাবে
"রাষ্ট্রপতির সম্মতি স্বাক্ষরের অপেক্ষায় ছিল। ২৪/৫ এ ব্রাজিলের মহামান্য রাষ্ট্রপতি মিশেল তেমের ১৩,৪৪৫/২০১৭ মাইগ্রেশন আইন গেজেটে স্বাক্ষর করেন।
২৫ মে অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের বলেন - যে সকল অভিবাসী ৬ জুলাই ২০১৬ সালের মধ্যে ব্রাজিলে প্রবেশ করে রিফুজি আবেদন করেছেন তাদের আবেদনের ১ বছরের মধ্যে তারা পার্মানেন্ট ডকুমেন্ট পাবেন। অবৈধ ভাবে ব্রাজিলে যারা প্রবেশ করেছে তাদের সকলকে সাধারন ক্ষমা করা হল ।
ব্রাজিলের সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা হয় ৩০ দিনের মধ্যে রিফুজি আবেদন করিদের যাচাই বাছাই করা হবে।
তবে রিফুজি আবেদন করিদের সঠিক তথ্য দিতে হবে - কিভাবে কোন পথে কোন তারিখে সে ব্রাজিলে প্রবেশ করেছে। ভুল তথ্য দিলে পার্মানেন্ট ডকুমেন্ট পেতে জটিলতা দেখা দিতে পারে।
ব্রাজিল এ ইমিগ্রেশন ন্যাশনাল এসোসিয়েশন এর সভাপতি ও ইমিগ্রান্টস (ANEIB) ডঃ গ্রোভার কালদেনহ বলেন - মাইগ্রেশন আইন ১৩,৪৪৫/২০১৭ এর সাথে কিছু মিল আছে পুরানো অভিবাসী আইনের। তবে ব্রাজিল সব সময় আইনের প্রতি শ্রুদ্ধা শীল ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment